দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করছে -পরিবেশমন্ত্রী দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করছে -পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে শিক্ষকদের বিদায় সংবর্ধনা কুলাউড়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু  জয়চন্ডীর বিজয়া বাজারে পথসভায় এমএম শাহীন : সাড়ে ৪ বছরে এমপির মুখ কয়বার দেখেছেন? বড়লেখা সীমান্তে ভারতীয় মদ উদ্ধার বড়লেখার জয়শ্রীর লোকনৃত্যে জাতীয় পর্যায়ে প্রথমস্থান অর্জন জয়চন্ডীতে নবারুণ আদর্শ বিদ্যাপীঠে সাবেক এমপি এমএম শাহীনকে সংর্বধনা প্রদান ঘাতক রজব আলীর স্বীকারোক্তি : অটোরিক্সা নিতে দা দিয়ে কুপ মেরে হত্যা করে শাহাবুদ্দিনকে জুড়ীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ : সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ কুলাউড়ার মুরইছড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ জন আটক হাজী রুস্তম আলীকে আরব আমিরাতে সংবর্ধনা প্রদান

দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার কাজ করছে -পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

বড়লেখা প্রতিনিধি ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্প-কারখানা গড়ে উঠছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে কাজ করছে। আজ দেশের যে পরিবর্তন হয়েছে, তা বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলেই স্বীকার করেত হবে। তিনি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজে সরকারের ব্যয় হচ্ছে ৮৫ লাখ টাকা।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, প্রধান শিক্ষক আসুক আহমদ প্রমুখ।

পরিবেশ ও বনমন্ত্রী আরও বলেন, জুড়ীর লাঠিটিলায় এখানকার ভিলেইজারদের রেখেই দেশের তৃতীয় সাফারি পার্ক স্থাপন করা হবে। তবে বনের ক্ষতি হলে তাদেরকে পুনর্বাসন করেই বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। তিনি পাথারিয়া পাহাড়ের বনাঞ্চল রক্ষায় সকলকে ভুমিকা রাখার উদাত্ত্ব আহ্বান জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews