জুড়ীতে ৫০০ জন শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান জুড়ীতে ৫০০ জন শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন

জুড়ীতে ৫০০ জন শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

জুড়ী প্রতিনিধি:: তথ্য প্রযুক্তি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা, তথ্য প্রযুক্তির কুফল থেকে রক্ষা পাওয়ার বিষয়ে মাধ্যমিক স্তরের ছাত্রীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কন্ট্রোলার অফ সাইটিফাইন অর্থোরিটি। ১০ অক্টোবর রোববার সাড়ে ১২টায় বিশ্বনাথপুর মদিনা কমিউনিটি সেন্টারে জুড়ী উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০ জন ছাত্রীদের নিয়ে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আইন কর্মকর্তা মো. খালেদ হোসেন চৌধুরী, লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান ও শেখ কাছিফ মাহবুব। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক মোঃ বেলাল হোসাইন এর পরিচালনায় শিক্ষার্থিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিযোগিতার ১৯ জন শিক্ষার্থিদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো আলাউদ্দিন, প্রজেক্ট ম্যানেজার সোহানুর রহমান, ওয়ার্কার তাহসান মোনায়েম,জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস,মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, নওয়া বাজার আহমদিয়া মাদ্রাসার শিক্ষক হেলাল উদ্দিন, সিরাজ উদ্দিন, পাতিলা সাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রশীদ, জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের উস্তার আলী, নওয়া গ্রাম শিমুলতলা মাদ্রাসার শিক্ষক মাও জিয়াউল হক, নিরোদ বিহারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন কান্তি দাস, শিলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী দে, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আমির খান, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূণ চম্পু, কামরুল হাসান নোমান, সায়েম জাফর ইমামী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, তাপস দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews