শমশেরনগর প্রবাসীদের উদ্যোগে বেসরকারি হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন শমশেরনগর প্রবাসীদের উদ্যোগে বেসরকারি হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

শমশেরনগর প্রবাসীদের উদ্যোগে বেসরকারি হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন

  • মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর এলাকা ও প্রবাসীদের আর্থিক সহায়তায় শমশেরনগর হাসপাতালের প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শমশেরনগর হাসপাতার বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপাধ্যক্ষ এম এ শহীদ ভবনের নাম দিয়ে সোমবার সন্ধায় মরাজানেরপার এলাকায় এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।

শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সামসুল হক মিন্টুর পরিচালনায় শমশেরনগর বাজার চৌমুহনাস্থ ব্রাদার্স পার্টি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তফাদার রিজওয়ানা সুমী, ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এ এস এম আজাদুর রহমান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ম মুর্শেদুর রহমান, ইমতিয়াজ আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তাঁতী লীগের সভাপতি হায়দার আলী, চ্যানেল এস মৌলভীবাজারের প্রতিনিধি নাট্য ব্যক্তিত্ব ও মৌলভীবাজার জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (রাব্বি)।

মৌলভীবাজা-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদের মাধ্যমে জেলা পরিষদের অর্থায়নে শমশেরনগর হাসপাতালের ৩লা বিশিষ্ট প্রশাসনিক ভবনের নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে শমশেরনগর হাসপাতালের ৫তলা বিশিষ্ট মূল ভবনের নির্মাণ কাজ শুরু হবে।

উল্লেখ্য: শমশেরনগরকে কেন্দ্র করে আশপাশের ১৫টি ইউনিয়নের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সারওয়ার জামান ও তার স্ত্রী আলেয়া জামান শমশেরনগর হাসপাতালের জন্য ১২০ শতক ভূমি দান করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews