বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন চান ৫৩ জন বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন চান ৫৩ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময় বড়লেখায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ঈদ পুর্নমিলনী বড়লেখায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেত্রী রাহেনা আগামী দু’দিন তাপমাত্রা আরও বাড়বে উপজেলা নির্বাচন-বড়লেখায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা আত্রাইয়ে ভূট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসির ঝিলিক কুলাউড়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময় কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত কমলগঞ্জে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন

বড়লেখার ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন চান ৫৩ জন

  • শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার ১০ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই উপলক্ষে শনিবার দুপুর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন। জেলা পরিষদ জনমিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

দলীয় সুত্র জানিয়েছে, উপজেলার ১০ ইউনিয়নে নৌকার প্রার্থীতা চেয়ে নিজেদের জীবন বৃত্তান্তসহ নাম জমা দিয়েছেন ৫৩ জন আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে একজন বিদ্রোহীসহ ৭ জন বর্তমান চেয়ারম্যান রয়েছেন। বর্নি ও উত্তর শাহবাবাজপুর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ও এনাম উদ্দিন প্রার্থীতা চাননি। এদের একজন আমেরিকায় ও অপরজন বৃটেনে রয়েছেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতারা হলেন-বর্নি ইউনিয়নে জুবের আহমদ, শামীম আহমদ ও আব্দুল মুহিত। দাসেরবাজার ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, নজব উদ্দিন, স্বপন চক্রবর্তী, জিয়াউর রহমান, ফখরুল ইসলাম, মোমিন আহমদ, নাজিম উদ্দিন। নিজ বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, আব্দুস শুকুর, নিয়াজ উদ্দিন ও বদরুল আলম উজ্জল। উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন, আতাউর রহমান, জুবের আহমদ ও মমিনুল হক টনি। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, শামছুল ইসলাম পুতুল। সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সালেহ আহমদ জুয়েল। তালিমপুর ইউপিতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সুনাম উদ্দিন সুনাই বন্ধু, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান প্রমুখ। দক্ষিণভাগ উত্তর ইউপিতে বর্তমান চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিউদ্দিন আহমদ গোলজার, আব্দুল জলির ফুলু, আশরাফ হোসেন। দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, তাজ উদ্দিন লতা, সুব্রত কুমার দাস শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের স্ত্রী ও ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সুলতানা কুহিনুর সারওয়ারী, সামছুল হক প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মনোনয়ন প্রত্যাশীদের তালিকা যাচাই শেষে প্রত্যেক ইউনিয়ন থেকে ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড নৌকার চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews