শ্রীমঙ্গলে মুনিপুরী তাঁতশিল্প : ঐতিহ্যের বিকাশে করণীয় বিষয়ক মতবিনিময় শ্রীমঙ্গলে মুনিপুরী তাঁতশিল্প : ঐতিহ্যের বিকাশে করণীয় বিষয়ক মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে মুনিপুরী তাঁতশিল্প : ঐতিহ্যের বিকাশে করণীয় বিষয়ক মতবিনিময়

  • শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মৌলভীবাজার প্রতিনিধি ::

তাঁত শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং এ শিল্প বিকাশে সমস্যা সম্ভাবনা জানতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুনিপুরী তাঁতশিল্প: ঐতিহ্যের বিকাশে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯ অক্টোবর সকাল ১১ টায় শহরের হবীগঞ্জ রোডস্থ শ্রীমঙ্গল ইন কনফারেন্স রুমে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালত ড. মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ও এজিএম রাকিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, সিলেট ইউমেন্স চেম্বার এন্ড কমার্স এর প্রেন্সিডেন্ট স্বর্ণা লতা।

অনুষ্ঠানের সমন্বয়ক মনিপুরী তাঁত প্রতিনিধি মো: রবিউল ইসলাম রাসেল এর সহযোগীতায় অনুষ্ঠানে শ্রীমঙ্গল-কমলগঞ্জের বংশে পরর্ষপরায় তাঁত শিল্পে জড়িত প্রায় অর্ধশত নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মনীপুরী তাঁত সমিতির সভাপতি হিমালিনি দেবী, সমিতির সদস্য জয়া শর্মা, নিশিতা সিনহা, সুধারানী দেবী ও রত্মা দেবী তাদের তাঁত শিল্পের সমস্যা ও সম্ভবনা নিয়ে বক্তব্য উপস্থিপন করেন এবং প্রধান অতিথিসহ অতিথিরা সেই শুনেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews