কুলাউড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেন যারা কুলাউড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ কমলগঞ্জে শমশেরনগরে রেললাইনের পাশে অবৈধ পশুর হাট কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় কুলাউড়ায় সাংবাদিকদের সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নেহার বেগমের মতবিনিময়

কুলাউড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলেন যারা

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১
কুলাউড়া :: ব্রাহ্মণবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন আ;লীগ নেতৃবৃন্দসহ মনোনয়ন জমা দিচ্ছেন।

এইবেলা কুলাউড়া :: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০২ নভেম্বর মঙ্গলবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তার মধ্যে জয়চন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা কমর উদ্দিন আহমদ কমরু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাও মনোনয়ন জমা দিয়েছেন ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫৯ জনের মধ্যে ১৩ জন আওয়ামী লীগ, আওয়ামীলীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যানসহ ১০, স্বতন্ত্র (বিএনপিপন্তি) ১০ জন, ইসলামী আন্দোলন ৫ জন ও জাতীয় পার্টি ০১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

১৩ ইউনিয়নে মনোনয়ন জমা দেয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১নং বরমচাল ইউনিয়নে আবুল হোসেন খছরু (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান খুরশেদ আলম খাঁন সুইট (আ’লীগ বিদ্রোহী)। ২ নং ভুকশিমইল ইউনিয়নে মো. মইনুল ইসলাম সোহাগ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান মনির (স্বতন্ত্র), আব্দুল আজিজ (জাপা), আনোয়ার হোসেন (স্বতন্ত্র)। ৩ নং ভাটেরা জুবায়ের সিদ্দিকী সেলিম (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম ( আ’লীগ বিদ্রোহী), যুক্তরাজ্য আ’লীগ নেতা কামাল ইবনে শহীদ চৌধুরী ( আ’লীগ বিদ্রোহী), আব্দুল লতিফ খান (স্বতন্ত্র)। ৪ নং জয়চন্ডি ইউনিয়নে মো. আব্দুর রব মাহাবুব (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ (স্বতন্ত্র) ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা (স্বতন্ত্র)। ৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন (আ’লীগ), যুক্তরাজ্য প্রবাসী মইনুল হোসেন খাঁন (স্বতন্ত্র), সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গির হোসেন এলাইছ (স্বতন্ত্র), আকুল মিয়া (স্বতন্ত্র)। ৬ নং কাদিপুর ইউনিয়নে জাফর আহমদ গিলমান (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান ছালাম (স্বতন্ত্র), উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত বাবলু (স্বতন্ত্র), সুলতান খান (স্বতন্ত্র), জসিম উদ্দিন (স্বতন্ত্র)। ৭ নং কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান (আ’লীগ, বর্তমান চেয়ারম্যান নাগির্স আক্তার বুবলী (আ’লীগ বিদ্রোহী), সাহাদাৎ হোসেন চৌধুরী (আ’লীগ বিদ্রোহী), উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান (স্বতন্ত্র)। ৮ নং রাউৎগাঁও ইউনিয়নে আকবর আলী সোহাগ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল (স্বতন্ত্র), মো. জামিলুর রহমান চৌধুরী (ইসলামী আন্দোলন), সৈয়দ ইকবাল সালাম (স্বতন্ত্র), এনামুল হক মাহাতাব (স্বতন্ত্র)। ৯নং টিলাগাঁও ইউনিয়নে মো. আব্দুল মালিক (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান আব্দুল মালিক (আ’লীগ বিদ্রোহী), মো. ওয়াকিব মিয়া (ইসলামী আন্দোলন), মো. হারুণ মিয়া (স্বতন্ত্র), মো. কামাল মিয়া (স্বতন্ত্র), মো. আবুল মিয়া (স্বতন্ত্র)। ১০ নং হাজিপুর ইউনিয়নে ওয়াদুদ বক্স (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু (স্বতন্ত্র), উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহমুদ আলী (স্বতন্ত্র), আবুল কাশেম (ইসলামী আন্দোলন), কয়ছর মিয়া (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (স্বতন্ত্র)। ১১ নং শরীফপুর ইউনিয়নে মো. চিনু মিয়া (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জুনাব আলী (স্বতন্ত্র), মো. নছিমুর রহমান (আ”লীগ বিদ্রোহী), খলিলুর রহমান (আ’লীগ বিদ্রোহী), মো. আকমল (ইসলামী আন্দোলন), জামাল উদ্দিন (স্বতন্ত্র)। ১২ নং পৃথিমপাশা ইউনিয়নে মো. আব্দুল মনাফ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন হাস্নাইন (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ (স্বতন্ত্র), ব্যবসায়ী এম জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া (স্বতন্ত্র), মো. আব্দুল গাফুর (ইসলামী আন্দোলন)। ১৩ নং কর্মধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আতিকুর রহমান (আ’লীগ), মুহিবুল ইসলাম আজাদ (আ’লীগ বিদ্রোহী), মছলু আমিন (আ’লীগ বিদ্রোহী), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম(স্বতন্ত্র), হেলাল মিয়া(স্বতন্ত্র)।

এছাড়াও ১৩ টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬২ এবং পুরুষ সদস্য পদে ৪৯৫ জনসহ মোট ৭১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান ইকবাল জানান, আগামী ২৮ নভেম্বর কুলাউড়ার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ  স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ারেআশা ব্যক্ত করেন।

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews