কুলাউড়ায় মতবিনিময় সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন প্রশাসনের কাছে কুলাউড়ায় মতবিনিময় সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন প্রশাসনের কাছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু

কুলাউড়ায় মতবিনিময় সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন প্রশাসনের কাছে

  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
কুলাউড়া :: নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য প্রদাণ করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ছবি এইবেলা

এইবেলা, কুলাউড়া :: 

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য প্রার্থীরা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

১৮ নভেম্বর বৃহস্পতিবার পৌরমিলনায়তনে আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তাঁরা প্রশাসনের কাছে এ দাবী জানান। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

তিনি বলেন, কেউ নির্বাচনে জোর কিংবা প্রভাব খাটানোর চেষ্টা করা মানে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। এসব চিন্তা বাদ দিয়ে যারা (ভোটার) আপনাদের নির্বাচিত করবে তাদের কাছে যান। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিগুলো মেনে চলার নির্দেশ দেন। নয়তো লাল কিংবা হলুদ কার্ড পাবেন। এখানে কোন ধরনের ছাড় দেয়া হবে না। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন তৎপর রয়েছে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন।

স্বাগত বক্তব্য দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সজল মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো. নাসের, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল সাদেক কাউছার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়, কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল।

মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু, প্রভাষক মমদুদ হোসেন, হাবিবুর রহমান সালাম, একেএম নজরুল ইসলা, জাফর আহমদ গিলমান, সৈয়দ ইকবাল সালাম প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়ায় ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬, সংরক্ষিত সদস্য পদে ১৬১ ও সদস্য পদে ৪৮৩ জনসহ মোট ৭০০ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews