পাকা ধানের খোঁজে টিয়ার ঝাঁক পাকা ধানের খোঁজে টিয়ার ঝাঁক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

পাকা ধানের খোঁজে টিয়ার ঝাঁক

  • রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

সমির মল্লিক, খাগড়াছড়ি ::

বাংলা ঋতু অগ্রহায়ণের শেষে নিউজিল্যান্ড সড়কের দুই পাশে এখন ধান কাটার মৌসুম চলছে। পাকা ধানের খোঁজে খোলা আকাশে চক্কর মারছে টিয়া পাখির দল। প্রতিটি ঝাঁকে অন্তত ৩ শতাধিক টিয়া থাকে। নিউজিল্যান্ডে এ রকম কয়েকটি টিয়ার ঝাঁকের দেখা মেলে। এসব পাখি মধুপুর, আপার পেরাছড়ার বিভিন্ন গ্রামে বিচরণ করে।

চারপাশে পাহাড়ে ঘেরা খাগড়াছড়ি শহর। অনেকটা উপত্যকার মতো শহরের ভৌগলিক গঠন। শহরের অদূরে আপার পেরাছড়ার গ্রামের একটি সড়কের নাম ‘নিউজিল্যান্ড’। নিউজিল্যান্ড সড়কের দুই পাশে বিস্তীর্ণ ধানখেত। সেই খেতে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে শত শত টিয়া।

স্থানীয় কৃষক লাপ্রু মারমা, উচিং মারমা বলেন, ‘গত কয়েক বছর এ রকম টিয়া দেখা যায়নি। এ বছর প্রচুর টিয়া পাখি দেখা যাচ্ছে। পাকা ধানখেতে টিয়ার ঝাঁক ধানখেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়াই। সকাল ও বিকালে টিয়া পাখির ঝাঁক পাকা ধান খেতে আসে। এসব পাখি ফসলের ক্ষতি যাতে না করে, সেকারণে পাহারা দিতে হয়। তারপরও টিয়া পাখি ধান খেয়ে ফেলে।’

খাগড়াছড়ি বন্যপ্রাণীবিষয়ক আলোকচিত্রী সবুজ চাকমা জানান, ‘কয়েক বছর পরপর এখানে প্রচুর টিয়া পাখি পাকা ধান খাওয়ার জন্য দল বেঁধে আসে। এখানে মূলত ঝাঁকে ঝাঁকে মদনা টিয়া এসেছে।’ এই মদনা টিয়ার আকার কাকের মতো, লম্বায় ৩৮ সেমি.। লালচে পেট ছাড়া দেহ সবুজ। কাঁধ হলুদ। মাথা ধূসর। চোখ হলুদ। বেগুনি-নীল লেজের আগা হলদে। পুরুষ টিয়ার ওপরের চঞ্চু গাঢ় লাল। পাহাড়ের সবুজ বনে এদের প্রায় দেখা যায়।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির বলেন, ‘জেলায় সাম্প্রতিককালে পাখি শিকার বন্ধে বন বিভাগ তৎপর রয়েছে। পাখি শিকার বন্ধে সচেতনতা তৈরিসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কারণে খাগড়াছড়িতে পাখি অবাধে ঘুরে বেড়াচ্ছে। এ বছর প্রচুর টিকা দেখা যাচ্ছে। পৌষের মাঝামাঝি পর্যন্ত টিয়া দেখা যাবে। এরপর আবার বনে ফিরে যাবে।’#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews