কুলাউড়ার জয়চন্ডীতে নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহন কুলাউড়ার জয়চন্ডীতে নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে প্রেমিকার প্রতারণা : প্রবাসী যুবকের আত্মহত্যার অভিযোগে থানায় মামলা আয়াকে দিয়ে মিথ্যা মামলা : মাদ্রাসার সভাপতি-সুপারের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ‘কটুক্তিকারী’ সেই যুবক ওয়ার্ড আ.লীগের সম্পাদক! নিরাপদ মাতৃত্ব দিবস: কমলগঞ্জে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে  অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার শ্রীমঙ্গলে বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কমিটি গঠন কুলাউড়ার গাজিপুর চা-বাগান- শ্রমিক গৃহ নির্মাণের নামে টিলা কাটার অভিযোগ কমলগঞ্জে সেটেলমেন্টের ভুলের কারণে মৌরসী সম্পত্তি হারানোর ভয়ে উদ্বিগ্ন জমির মালিকরা কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে সামাজিক বনায়ন বিষয়ক প্রশিক্ষন

কুলাউড়ার জয়চন্ডীতে নব-নির্বাচিতদের দায়িত্ব গ্রহন

  • রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব মাহবুব এবং অন্যান্য সদস্যগন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত দোয়া মাহফিলে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সহযোগিতা কামনা করে বক্তব্য দেন চেয়ারম্যান আব্দুর রব মাহবুব।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, লংলা আধুনিক মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা মনসুর আহমেদ, খালেদ আহমদ, কাজী মাওলানা মখলিছুর রহমান প্রমুখ।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মনু মিয়া, ৩ নং ওয়ার্ড সদস্য বিমল দাস, ২ নং ওয়ার্ড সদস্য জাঙ্গির হোসেন, ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ নুর মিয়া, ১ নং ওয়ার্ড সদস্য আলিম আহমদ, ৭ নং ওয়ার্ড সদস্য আজমল মিয়া, মহিলা সদস্য সীমা রানী চুনার, সাবিত্রী রাজভর। আয়োজিত অনুষ্ঠানে আওয়ামীলীগ ও সহযোগী সংঘটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জয়চন্ডী ইমাম সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

দায়িত্ব গ্রহন করে চেয়ারম্যান আব্দুর রব মাহবুব বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। আসুন, নির্বাচনের সকল ভেদাভেদ ভুলে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করি। সর্বোপরি তিনি এলাকার সকলের সহযোগীতা কামনা করছেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুর রব মাহবুব। গত ১৭ জানুয়ারী সোমবার কুলাউড়া উপজেলার জেলা পরিষদ হল রুমে চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহন করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews