কুলাউড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা কুলাউড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

কুলাউড়ায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জনঅবহিতকরণ সভা

  • বুধবার, ৩০ মার্চ, ২০২২

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের উদ্যোগে ৩০ মার্চ বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ ও জনঅবহিতকরণ ষবা অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে.আর. শাহরিয়ার।

সকালের কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিকেলে জনঅবহিকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ইশরাত হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) সজল মোল্লা, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলামসহ কুলাউড়া উপজেলা ১৩টি ইউনিয়নের নির্বাচিত ২৬০ জন মেম্বার ও মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) জে.আর. শাহরিয়ার বলেন, দেশের সবক’টি আইন মানুষের উপর প্রয়োগ করা হয়। কেবল তথ্য অধিকার আইনটি মানুষ প্রশাসনের উপর প্রয়োগ করে। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা যেমন মানুষের মৌলিক অধিকার তেমনি তথ্য অধিকারটাও মানুষের মৌলিক অধিকার। এই অধিকারটি নিশ্চিত হলে দেশে সুশাসন নিশ্চিত হবে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews