কমলগঞ্জে আল্লামা আব্দুল বারী ধর্মপুরী স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জে আল্লামা আব্দুল বারী ধর্মপুরী স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :

কমলগঞ্জে আল্লামা আব্দুল বারী ধর্মপুরী স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজার জেলার প্রবীণ আলেমে দ্বীন মরহুম ‘আল্লামা আব্দুল বারী ধর্মপুরী’ স্মরণে আলোচনা সভা, ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  শুক্রবার ১৫ এপ্রিল বিকালে মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

মুন্সীবাজার ইউপি চেয়ারমান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদারের সভাপতিত্বে ও মাওলানা লুৎফর রহমান জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম এর আমীর হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ কওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল গফফার, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল মোত্তাকিন জুনাইদ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুর রহমান ধর্মপুরী, মাওলানা আব্দুল মতিন ধর্মপুরী, মাওলানা আব্দুল মজিদ শ্যামেরকোনী, মৌলভীবাজার দারুল উলুম মাদ্রাসার মোহাদ্দিস মাওলানা হাফিজ আজমান ,মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ তরফদার, মরহুমের পুত্র মুফতি হিফজুর রহমান ফুয়াদ, মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা জয়নাল আবেদীন শাহ পুরী, মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, মুন্সিবাজার বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী রুমেল আহমেদ তরফদার, সমাজ সেবক সৈয়দ রুহুল আমিন, কিবরিয়া রহমান চৌধুরী হিমেল, অবসর প্রাপ্ত প্রাইমারি শিক্ষক আব্দুল মন্নান, ইউপি সদস্য রাসেল আহমেদ চৌধুরী, ব্যবসায়ী সালাহ উদ্দিন চৌধুরী, লোকমান হোসেন চৌধুরী, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মাওলানা মাশহুদ আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ইবরাহিম আহমেদ, কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ফাত্তাহুর রশিদ চৌধুরী মাহফুজ ,রহিমপুর যুব সংঘের সভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক আহাদ আলী প্রমুখ।

এছাড়াও মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য অভিবাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহস্রাধিক লোক ইফতারে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews