কুলাউড়ায় গভীর রাতে জনতার হাতে ডাকাত সন্দেহে সাদাপোশাকি পুলিশ আটক কুলাউড়ায় গভীর রাতে জনতার হাতে ডাকাত সন্দেহে সাদাপোশাকি পুলিশ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি সীতাতলার মেলা শুরু কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত সিলেট জুড়ে চালের বাজারে অস্থিরতা বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা বড়লেখায় রেলপথ পুনঃস্থাপন কাজে রাস্তা নিশ্চিহ্ন এলাকাবাসির মানববন্ধন জেলবন্দিদের মুক্তি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন  সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ জিসপ’র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সৈয়দ আলমগীর

কুলাউড়ায় গভীর রাতে জনতার হাতে ডাকাত সন্দেহে সাদাপোশাকি পুলিশ আটক

  • মঙ্গলবার, ২১ জুন, ২০২২

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর তীরবর্তী বন্যাদূর্গত ভুকশিমইল ইউনিয়নে ২০ জুন সোমবার গভীর রাতে ইঞ্জিন নৌকা নিয়ে এক সাদাপোশাকি পুলিশ ও তার সোর্সকে ডাকাত সন্দেহে আটক করে এলাকাবাসী। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেয় ঘটনাটি। খবর পেয়ে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। ওই পুলিশ মৌলভীবাজার জেলার গোয়েন্দা বিভাগের এএসআই আবু আহমদ সুজন।

স্থানীয় লোকজন জানান, ভয়াবহ বন্যার কবলে উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। সেই সাথে রাতে নৌকাযোগে ডাকাতির একটা গুজব রয়েছে। ২০ জুন সোমবার রাত আনুমানিক একটায় একটি অপরিচিত ইঞ্জিনচালিত নৌকায় ভূকশীমইল এলাকায় প্রবেশ করার পর গ্রামের মাইকে এলাকায় ডাকাত হানা দিয়েছে বলে ঘোষণা করা হয়। সাথে সাথে এলাকার মানুষ নৌকাটি আটক করে। এসময় নৌকায় অবস্থানরত একজন নিজেকে পুলিশের এএসআই আবু আহমদ সুজন বলে পরিচয় দেন। এসময় এলাকাবাসী পুলিশের পোশাক ও আইডি কার্ড না থাকায় আবু আহমদ সুজন ও তার সহযোগিকে আটক করে কুলাউড়া থানায় খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আবু আহমদ সুজনকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে এএসআই আবু আহমদ সুজন জানান, সোমবার রাজনগর উপজেলার টেংরায় মাদক মামলার আসামী গ্রেফতারের পর সোর্স শাহীনকে তার গ্রামে বাড়িতে পৌছে দিতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকা দেখে স্থানীয় লোকজন মুক্তাজিপুর এলাকায় চিৎকার ও শোরগুল শুরু করেন। পরে আমরা নৌকাটি নিয়ে তাদের কাছে গিয়ে পরিচয় দেই। দু’একজন লোকজন ৯৯৯ ফোন করে পুলিশকে জানান। পরে আমাদের পরিচয় পেয়ে সেখান থেকে ছেড়ে দেয়া হয়। এরমধ্যে কয়েকচন অতিউৎসাহী লোক ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, সুজন পুলিশের একজন এএসআই। কুলাউড়া থানায়ও কর্মরত ছিলেন। ১৫ দিন আগে তিনি বদলী হয়ে মৌলভীবাজার গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলী হন। ঘটনার সময় তিনি তার এক সোর্স শাহীনকে ভুকশিমইল ইউনিয়নের শশারকান্দি গ্রামে বাড়িতে পৌঁছে দিতে গেলে মুক্তাজিপুর গ্রামের মানুষের কাছে আটক হন। এসময় তিনি সাদা পোশাকে ছিলেন এবং তার কাছে কোন আডি কার্ড ছিলো না।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews