বড়লেখায় ৪১ আশ্রয় কেন্দ্রে দূর্গতদের খাদ্য ও নিরাপত্তা প্রদানের উদ্যোগ বড়লেখায় ৪১ আশ্রয় কেন্দ্রে দূর্গতদের খাদ্য ও নিরাপত্তা প্রদানের উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে বেলিরাস অনুষ্ঠিত আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি সীতাতলার মেলা শুরু কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত সিলেট জুড়ে চালের বাজারে অস্থিরতা বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা বড়লেখায় রেলপথ পুনঃস্থাপন কাজে রাস্তা নিশ্চিহ্ন এলাকাবাসির মানববন্ধন জেলবন্দিদের মুক্তি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন  সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ

বড়লেখায় ৪১ আশ্রয় কেন্দ্রে দূর্গতদের খাদ্য ও নিরাপত্তা প্রদানের উদ্যোগ

  • মঙ্গলবার, ২১ জুন, ২০২২

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় বন্যা পরিস্থিতির ক্রমশঃ অবনতি ঘটছে। বানভাসিদের স্থান সংকুলান না হওয়ায় নতুন আরো ২০ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মোট ৪১টি আশ্রয় কেন্দ্রের দুর্গত মানুষের খাদ্য ও নিরাপত্তা প্রদানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়ছে। এদিকে বড়লেখা ও জুড়ী উপজেলার বন্যা কবলিত এলাকা পরির্দশণ ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনি এলাকায় দুইদিনের সফরে গেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

জানা গেছে, গত চার দিন ধরে উপজেলার ১০ ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রথমে ২১ টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও দুর্গতদের স্থান সংকুলান না হওয়ায় উপজেলা প্রশাসন রোববার আরো ২০টি বন্যা আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে অন্তত ৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। সুজানগর, বর্নি, তালিমপুর ইউনিয়নের শতভাগ এবং দাসেরবাজার, নিজ বাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ এলাকায় না চলছে যানবাহন, না চলছে নৌকা এমন অবস্থায় দুর্গতের মাঝে ত্রাণ পৌছে দেয়া কঠিন হয়ে পড়েছে।

এদিকে উপজেলার প্রত্যেক আশ্রয় কেন্দ্রে আগত দুর্গতদের খাদ্য ও নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া যারা বাড়িঘরে পানিবন্দি রয়েছে তারাও যেন অভুক্ত না থাকে সে ব্যাপারে প্রত্যেক ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার রাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, প্রাথমিকভাবে আড়াই হাজার দুর্গত মানুষের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া পৌরসভাসহ ১০ ইউনিয়নের জন্য তাৎক্ষণিক ২৯ মেট্টিক টন চাল বরাদ্দ মিলেছে। প্রকৃত দুর্গতদের তালিকা করতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। আরো বরাদ্দের জন্য চিঠি পাঠানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দুলাল হোসেন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, আজির উদ্দিন, এনাম উদ্দিন, বদরুল ইসলাম, স্বপন চক্রবর্তী, ছালেহ আহমদ জুয়েল, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান পংকি মাস্টার, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

অপরদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ, সুজানগর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের দুর্গত এলাকায় শুকনো খাবার ও বর্নি ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে দুর্গতদের মাঝে খিচুড়ি বিতরণ করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, এনাম উদ্দিন, বদরুল ইসলাম, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews