সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী – শফিউল আলম নাদেল সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী – শফিউল আলম নাদেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীর লাঠিটিলা সীমান্তে ২ রোহিঙ্গা ও ৩ বাংলাদেশী নাগরিক আটক জামিন পেলেন বড়লেখা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাদির কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়ে বিরোধের নিষ্পত্তি আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিলে ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী দাসের বাজারের অর্থ প্রদান মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান কমলগঞ্জে বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে বস্ত্র বিতরণ

সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী – শফিউল আলম নাদেল

  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
এইবেলা কুলাউড়া :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামী লীগের সরকার জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ সকল সুযোগ সুবিধা পাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়, মানুষ ভালো ও শান্তিতে থাকে। তিনি বলেন, দুর্যোগেও আওয়ামী লীগ মানুষের পাশে আছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না উল্লেখ করে শফিউল আলম নাদেল বলেন, ভূমিহীনদের ঘর দেয়ার কাজ বঙ্গবন্ধু শুরু করেছিলেন। গৃহহীন কেউ বাদ যাবে না সবাইকে ঘর করে দেওয়া হবে।
তিনি শনিবার (২৩ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলা এসোসিয়েশন অব আমেরিকা (ইনক) এর পক্ষ থেকে কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে বন্যাকবলিত ২০০ পরিবার, ব্রাহ্মণবাজার ইউনিয়নে ১০০ পরিবার ও জয়চন্ডি ইউনিয়নে ১২৫ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
ভূকশিমইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী কাঞ্চন মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এম এ শুকুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, সাংকৃতিক বিষয়ক সম্পাদক বিমলেন্দু সেন কৃষ্ণ, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল আলী, ভূকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাকী মানিক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুরুজ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সঞ্জয় পাশী জয়, কুলাউড়া উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক এস এম ঝুমন, উপপ্রচার সম্পাদক সিপন খাঁন, ভূকশিমইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তুহিনুর জামান ইয়াকুব, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ওয়াসিম আহমদ, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমদ অভি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews