কুলাউড়ায় কলেজ শিক্ষিকাকে মারধর শিক্ষাথীদের ক্লাস বর্জন কুলাউড়ায় কলেজ শিক্ষিকাকে মারধর শিক্ষাথীদের ক্লাস বর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু

কুলাউড়ায় কলেজ শিক্ষিকাকে মারধর শিক্ষাথীদের ক্লাস বর্জন

  • শনিবার, ১৩ আগস্ট, ২০২২

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজের এক শিক্ষিকাকে মারধরের প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থরা ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কুলাউড়া-রবিরবাজার সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ আগস্ট) রাতে কলেজ শিক্ষিকা নাজমা বানু ও তার স্বামীকে তাদের বাড়িওয়ালা রাশেদ চৌধুরীর মারধরের অভিযোগে কুলাউড়া থানায় মামলা করা হয়। লংলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক নাজমা বানু প্রায় ছয় বছর ধরে স্বামী ও দুই সন্তানকে নিয়ে কলেজের সামনের ফ্ল্যাটে ভাড়া থাকেন। সম্প্রতি বাড়িটি মালিকপক্ষের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে যাওয়ায় ওই বাড়ির একাংশের মালিক রাশেদ চৌধুরী শিক্ষিকা নাজমা বানুর ফ্ল্যাটের পানির লাইন বন্ধ করে দেন। এ নিয়ে শুক্রবার রাতে রাশেদ ও শিক্ষিকার পরিবারের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রাশেদ শিক্ষিকা নাজমা বানু ও তার স্বামীকে মারধর করেন। এতে নাজমার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া গাসপাতালে ভর্তি করেন। রাতেই স্বামী আবদুল মতলিব বাদী হয়ে রাশেদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

এদিকে শিক্ষিকাকে মারধরের খবরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা শনিবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কুলাউড়া-রবিরবাজার সড়কে অবরোধ করেন তারা। পরে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনার সাথে জড়িত রাশেদ চৌধুরীকে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় শুক্রবার রাতেই ওই শিক্ষিকার স্বামী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঘটনায় জড়িত রাশেদ আত্মগোপনে ছিল। শনিবার দুপুর ১টায় রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রাম থেকে প্রেপ্তার করা হয়েছে। আর শিক্ষার্থীদেরকে বুঝিয়ে সেখান থেকে অবরোধ তুলে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews