কুলাউড়ায় প্রয়াত দলিল লেখক ছয়ফুল আলী স্মরণে শোকসভা অনুষ্ঠিত কুলাউড়ায় প্রয়াত দলিল লেখক ছয়ফুল আলী স্মরণে শোকসভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি সীতাতলার মেলা শুরু কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত সিলেট জুড়ে চালের বাজারে অস্থিরতা বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা বড়লেখায় রেলপথ পুনঃস্থাপন কাজে রাস্তা নিশ্চিহ্ন এলাকাবাসির মানববন্ধন জেলবন্দিদের মুক্তি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূর্ণবহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন  সিলেটের বালাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ জিসপ’র সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সৈয়দ আলমগীর

কুলাউড়ায় প্রয়াত দলিল লেখক ছয়ফুল আলী স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক :: সদ্য প্রয়াত বিশিষ্ট দলিল লেখক মো. ছয়ফুল আলী ছিলেন অত্যন্ত সৎ ও নির্লোভ একজন মানুষ। সব সময় সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করতেন। কখনও কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। এলাকায় শিক্ষার প্রসার ও সমাজসেবায় আমৃত্যু কাজ করেছেন। তার মৃত্যু এলাকাবাসী হারাল একজন মুরব্বি, একজন স্বজ্জন ব্যক্তি। মো. ছয়ফুল আলী স্মরণে শোকসভা এমন মন্তব্য করেন বক্তারা।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কাঠাঁলতলী বাজারের নৃতাত্ত্বিক সেন্টারে এই শোক সভা অনুষ্টিত হয়।

স্থানীয় ইউপি সদস্য মুজিবুল হক হারুনের সভাপতিত্বে ও সাংবাদিক হাসান আল মাহমুদ রাজুর পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, কুলাউড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালিক, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির চৌধুরী, কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্মধা ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্টার কাজী মাওলানা জুনাইদ আহমদ বেলাল, কবি এন আই দুদু,পৃথিম পাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, দলিল লেখক তাজুল ইসলাম শামীম, কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক তাজুল ইসলাম, স্বাস্থ্যকর্মী ককিল মালাকার। শোকসভায় স্বাগত বক্তব্য দেন মরহুমের ছেলে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাপ মিয়া। অনুষ্টানে কোরআন তিলাওয়াত করেন মরহুমের আরেক ছেলে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আক্তার হোসেন।

এ ছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক বিপুল চন্দ্র দেব, স্বাস্থ্যকর্মী দিলীপ কুমার সিংহ, স্বাস্থ্যকর্মী প্রদীপ কুমার সিংহ, স্বাস্থ্যকর্মী নিতাই মোহন মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী সমরজিৎ সিংহ, শিক্ষক মনি শঙ্কর দেব, আনোয়ার হোসেন, ব্যবসায়ী কামাল আহমদ, ব্যবসায়ী রুবেল আহমেদ, ব্যবসায়ী বাবুল আহমদ, এনজিও কর্মী সজল বড় কুর্মী, জনস্বাস্থ্য বিভাগে কর্মরত সুশীল মল্লিক, যুবলীগ নেতা খছরু মিয়া, অ্যাডভোকেট সাইফুর রহমান, কেন্দ্রীয় নবীন লীগের সহ সভাপতি আলী আশরাফ তারা, প্রবাসী মঞ্জুর চৌধুরী, প্রীতম দেব ও সাহেল আহমদ প্রমুখ।

শোকসভা শেষে মোনাজাত পরিচালনা করেন কাঁঠালতলী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ।

প্রসঙ্গত, গত ১১ জুলাই মৌলভীবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কর্মধা ইউনিয়নের পাট্টাই গ্রামের বাসিন্দা মো. ছয়ফুল আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews