কমলগঞ্জে হত্যা চেষ্টার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কমলগঞ্জে হত্যা চেষ্টার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচন-জুড়ী ও বড়লেখায় সাবেক মন্ত্রী সমর্থিত প্রার্থীরা ধরাসায়ী, উচ্ছ্বসিত দীর্ঘদিনের কোনটাসা নেতাকর্মী সেলিম রেজার ‘ব্যাড গার্লস’ শুটিং শুরু আগামী সপ্তাহে বড়লেখায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় রাজনগরে প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার : শরীরে ছুরিকাঘাতের চিহ্ন কাতারে কুলাউড়ার দুই সাংবাদিক সংবর্ধিত উপজেলা চালু থেকে বড়লেখায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন একই ধারায় বড়লেখায় উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান সিলেটের ১১ উপজেলায় বিজয়ীরা কে কতো ভোট পেলেন রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙগালীকে আলোর পথ দেখায়: পরিকল্পা প্রতিমন্ত্রী সিভিল সার্ভিস সোসাইটির সদস্যদের নিয়ে কমলগঞ্জে আরডব্লিউডিও’র সমাপনী সভা

কমলগঞ্জে হত্যা চেষ্টার আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

কমলগঞ্জ  প্রতিনিধি:: মোটরসাইকেলের হেড লাইটের আলো চোখে পড়া নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজারে ছুরিকাঘাতে রকিব মিয়া (২৫) নামে এক মোটরসাইকেলের আরোহীকে হত্যা চেষ্টার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। আহত রকিব মিয়া যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে।

এদিকে আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেল সাড়ে ৫ টায় এলাকাবাসি সুনছড়া বাজারে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তারা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে দ্রুত আসামি জামাল মিয়াকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুনছড়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ড সভাপতি সোহেল আহমদ, আলীনগর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল মন্নাফ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ব্যবসায়ী হীরন মিয়া, তাজ উদ্দিন, মো. চেরাগ মিয়া, মো.নাসির উদ্দিন, আহত রকিবের মা সামিনা বেগম, শাকিল আহমেদ, ব্যবসায়ী রাসেল আহমেদ প্রমুখ।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক আহত হওয়া রকিবের বিষয়ে বলেন, ‘এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিকে আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় সুনছড়া বাজার থেকে রাকিব মিয়া মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়াা নিয়ে ক্ষেপে যায় চিৎলিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে বখাটে জামাল মিয়া (৩০)। কোন কিছু বুঝে উঠার আগেই বখাটে জামাল মিয়া উপর্যুপরি ছুরিকাঘাত করে রাকিব মিয়ার বুকে। এসময় রাকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় রকিব মিয়াকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এম, এ, জি, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে আহত রকিবের ভাই রহিম মিয়া বাদি হয়ে হত্যা চেষ্টার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews