কুড়িগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক কুড়িগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার দক্ষিণভাগ ইউপি নির্বাচন স্থগিত ফেইসবুক চালু নিয়ে অনিশ্চয়তা! কুলাউড়ায় বিশেষ সতর্কতা জারি : অস্থায়ী সেনাক্যাম্প স্থাপন কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ হাকালুকি হাওর তীরের ৩ উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে কুলাউড়ায় মতবিনিময় কমলগঞ্জে ওমান প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নতুন ঘোষণা কোটা আন্দোলনকারীর, কাল সারাদেশ শাটডাউন রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

কুড়িগ্রামে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিলেন জেলা প্রশাসক

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি :: নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো বই উৎসব। এতে বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুশি ও উচ্ছসিত শিক্ষার্থীরা।
রোববার (0১ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম। এ সময়  সরকারী বালিকা ও বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ও অভিভাবগণ উপস্থিত ছিলেন।
বই উৎসবে কুড়িগ্রাম জেলার ২৫৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২২৩টি মাদ্রাসার ৩ লাখ ২৩ হাজার ১শ ৩২ জন শিক্ষার্থীদের হাতে ৩৯ লাখ ১৫ হাজার ৫শ ২৫ টি নতুন বই তুলে দেয়া হবে।
এছাড়াও ১২শ ৪০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেনসহ ২৩০টি বেসরকারী বিদ্যালয়ে ১৪ লাখ ৪৬ হাজার ১শ ৩৫টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট বিভাগ।
কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম জানান, আমি এ বছর ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছি। নতুন বই পেয়ে ভালো লাগছে।
ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতে চাই।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কুড়িগ্রামে বই উৎসব শুরু করা হয়েছে।
জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিন এ নতুন বই তুলে দেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ আহবান করে বলেন, নতুন বই পেয়ে সে বই পড়তে হবে। প্রাইভেট বা কোচিং পড়া বন্ধ করতে হবে।
সরকার জনগণের টাকায় নতুন বই দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের বেতনও দেয় সরকার। ভালোভাবে লেখাপড়া করে মানুষ হতে হবে। জেলার মুখ উজ্জল করতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews