আক্কেলপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো আক্কেলপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র মানববন্ধন আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু

আক্কেলপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হলো

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩
নিশাত আনজুমান, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে ৩৫ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর ও উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে ৪র্থ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকার ৩৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ঘর পাওয়া প্রত্যেকের চোখে-মুখে ফুটে ওঠেছে হাসির ছাপ , নতুন ঘর পাওয়ার এক নব আনন্দ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম,উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
নতুন ঘর পাওয়া তহুরা বেগম বলেন,‘আগে অন্যের জায়গায় বেড়ার ঘর করে থাকতাম। এখন আমার নিজের ঘর হয়েছে। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি তিনি যেন তার বাপের মতো দেশের মানুষের জন্য আরো ভালো কাজ করতে পারে’।
এখন পর্যন্ত এই উপজেলায় ৪টি পর্যায়ে মোট ১৮২টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের এসকল ঘর হস্তান্তর করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews