কুলাউড়ায় ওয়াজ মাহফিলে মাওলানার মৃত্যু! কুলাউড়ায় ওয়াজ মাহফিলে মাওলানার মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৩০ পূর্বাহ্ন

কুলাউড়ায় ওয়াজ মাহফিলে মাওলানার মৃত্যু!

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ২১ মার্চ (মঙ্গলবার) রাত ১০টায় হযরত মাওলানা আব্দুল মালিক আল মনসুরীর মৃত্যু।

পুরো জেলার সুপরিচিত ওই মাওলানার মৃত্যুতে সর্বোস্থরের মুসল্লী ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানাযায়, মাওলানা আব্দুল মালিক আল মনসুরী (৬৫) উপজেলার ব্রাহ্মণবাজার বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর-কটিয়া জামে মসজিদে প্রতি বছরের ন্যায় আসন্ন রামাদ্বানে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখার পরিচালনার প্রস্তুতি মূলক এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে তিনি ওয়াজ মাহফিলে উপস্থিত হন। রাত ১০ টায় মাহফিলে বয়ান শুরু করে দূরুদশরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো:মমদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাওলানা আব্দুল মালিক আল মনসুরীর বাড়ী জেলার রাজনগর উপজেলার পাঁচগাও এলাকায়।

মরহুমের জানাজার নাম (২২ মার্চ) বুধবার দুপুর ২টায় পাঁচগাও সরকার বাজার দাখিল মাদরাসা মাঠে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews