উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাই–উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাই–উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় সুষ্ঠু ভোট নিয়ে ভোটারের সংশয় মুল্লুকে চলো আন্দোলন ও চা শ্রমিক গণহত্যার ১০৩ বছর : ঐতিহাসিক বীরত্বগাথা রক্তাক্ত সংগ্রামের এক মহাউপাখ্যান কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক কাল বুধবার ভোটগ্রহণ-বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের ২৯ টিই অধিক ঝুঁকিপূর্ণ কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে বেতনসহ যাবতীয় বকেয়া আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি  স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় ঘাতক স্বামীর আত্মসমর্পন বড়লেখার খলাগাও বাজারে বিট পুলিশিং কমিটির সভা মায়ের সংবাদ সম্মেলন- কুলাউড়ায় প্রবাসীকে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট ও তহবিলের ঘাটতির কারণে স্বাস্থ্য সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস ব্যাহত হচ্ছে

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাই–উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে ছয় ছয়বার সংসদ সদস্য বানিয়েছেন। আমি আমার সর্ব্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করেছি।

আপনাদের বিপদে-আপদে এমনকি করোনাকালীনও আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিশ্বাস আপনারা ভালোবেসে এবারো নৌকা প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন বানায়, নদীভাঙন রোধ করে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দেয়। আর বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে। বাসে-ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করছে, তারা মানুষ পোড়ায়।

তিনি গত শনিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠ ও রোববার দুপুরে শমশেরনগর চা বাগান মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, ‘রাজনীতির নামে এভাবে মানুষ পোড়ানোর অপরাজনীতি দুনিয়ার কোথাও নাই। টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের ধারাবাহিক একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এই উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে।

এসব নির্বাচনী জনসভায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, এমপি কন্যা মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে ফারজানা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফথেখার আহমেদ বদরুল, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো: জুয়েল আহমদ, এড. মো. সানোয়ার হোসেন, যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুল, বাগান পঞ্চায়েত সভাপতি শ্রীকান্ত কানু গোপাল, শ্রমিক নেতা সীতারাম বীন, যুবলীগ নেতা বাবুল মাদ্রাজী প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews