কমলগঞ্জ শমশেরনগর হাসপাতালে যুক্ত হলেন  প্রবাসী তিন নারী কমলগঞ্জ শমশেরনগর হাসপাতালে যুক্ত হলেন  প্রবাসী তিন নারী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীষক কর্মশালা বড়লেখায় আ.লীগ নেতা গ্রেফতার বড়লেখায় পানচাষি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে পৌষ সংক্রান্তি উদযাপন উপলক্ষে বেলিরাস অনুষ্ঠিত আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি সীতাতলার মেলা শুরু কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- বড়লেখায় নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তারের যোগদান কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত সিলেট জুড়ে চালের বাজারে অস্থিরতা বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা বড়লেখায় রেলপথ পুনঃস্থাপন কাজে রাস্তা নিশ্চিহ্ন এলাকাবাসির মানববন্ধন

কমলগঞ্জ শমশেরনগর হাসপাতালে যুক্ত হলেন  প্রবাসী তিন নারী

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
এইবেলা ডেস্ক ::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতালে যুক্ত হলেন ইংল্যান্ড প্রবাসী তিন সফল নারী। তাঁরা হলেন শেখ রওশন আরা নিপা, মুন কোরেশী ও হাফসা ইসলাম। তাঁরা তিনজনই ইংল্যান্ডে স্ব স্ব ক্ষেত্রে সফল।
সম্প্রতি ইংলেন্ডের সময় বিকেলে এবং বাংলাদেশ সময় রাত ৮টায় শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির এক বিশেষ ভার্চুয়েলি সভা অনুষ্ঠিত হয়। এতে তাঁরা হাসপাতালের সাথে যুক্ত হওয়ার ঘোষনা দেন।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে এবং ইউকে কমিটির সদস্য সচিব আলাউর রহমান খান শাহীনের পরিচালনায় সভায় অতিথি ছিলেন আমরা ক’জন ইন্টারন্যাশনাল সংগঠনের ফাউন্ডার মুন কোরেশী, মিনা বাজারের ফাউন্ডার  ও বিশ্ব কবি মঞ্চ ইউকের সম্পাদক কবি হাফসা ইসলাম এবং বিলেতে মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ ও তরুছায়া সংগঠনের ফাউন্ডার সিইও শেখ রওশনারা নিপা।
আলোচনা সভায় অতিথিবৃন্দের উদ্দেশ্যে শমশেরনগর হাসপাতালের হালনাগাদ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। ফলপ্রসূ এ আলোচনা সভায় হাসপাতাল সম্পর্কে বিস্তারিত অবহিত হবার পর শেখ রওশনারা নিপা তাঁর পরিবারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদান দিয়ে শমশেরনগর হাসপাতালের লাইফ মেম্বার হবার ঘোষণা দেন। এছাড়াও সভায় মুন কুরেশী এবং হাফসা ইসলামও শমশেরনগর হাসপাতালের গোল্ড লাইফ মেম্বার হবার প্রত্যয় ব্যাক্ত করেন।
সভায় শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির সদস্য সচিব আলাউর রহমান খান শাহীনের ধারণকৃত ভিডিও চিত্রে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাসট্রিজ এর প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর হাসপাতাল সংক্রান্ত বিশেষ শুভেচ্ছা বার্তা দেখানো হয়।
এসময় অন্যান্যর মধ্যে বিশেষ ভার্চুয়েলি সভায় সংযুক্ত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সাইফুর রহমান কামরান, শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির যুগ্ন আহ্ববায়ক সৈয়দ সুহেল, যুগ্ন আহ্ববায়ক তরিকুর রশিদ চৌধুরী শওকত, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি কামরুল আই রাসেল ও সোহেল আহমেদ।
উল্লেখ্য, শমশেরনগর হাসপাতাল ইউকে কমিটির সদস্য সচিব আলাউর রহমান খান শাহীন দীর্ঘদিন ধরে মুন কোরেশী, হাফসা ইসলাম ও শেখ রওশনারা নিপাদের সাথে হাসপাতালে সম্পৃক্ত হওয়ার জন্য আলোচনা করেন।
বিলেতের মিডিয়াতে অত্যন্ত সু-পরিচিত গুণী নারীত্রয় গত ২১ এপ্রিল ২০২৪ইং শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ মহৎ কর্মে আর্থিকভাবে সাহায্য করে নিজেদের সম্পৃক্ত করার ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় শমশেরনগর হাসপাতালের লাইফ মেম্বার (পেট্রন) হলেন সিলেটের তরুছায়া সংগঠনের ফাউন্ডার সিইও এবং বিলেতে মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ শেখ রওশন আরা নিপা। তাঁর সাথে মুন কুরেশী এবং হাফসা ইসলামদ্বয়ও শমশেরনগর হাসপাতালের গোল্ড লাইফ মেম্বার হবার প্রত্যয় ব্যাক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews