কুলাউড়া সংবাদদাতা::
মৌলভীবাজারের কুলাউড়ায় মানবাধিকার সুশাসন, গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষন রবিবার (২৪ জুলাই) শুরু হয়েছে। সকাল সাড়ে ৯ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রশিক্ষন কর্মসূূচীর উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার।
বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার সুশাসন, গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষনের ১ম দিনে উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের ডিভিশনাল ফ্যাসিলেটর শাহজাহান মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী ডিভিশনাল ফ্যাসিলেটর সাইফুর রহমান চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক এর উপজেলা সভাপতি মঈনুল ইসলাম শামীম, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সুলতানা বেগম।
কর্মশালায় জানানো হয়, পিছিয়ে পড়া জনগোষ্টীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রনের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক এর মাধ্যমে সারা দেশের ৮টি জেলার ৭৩টি উপজেলাতে গত বছর থেকে কাজ শুরু করেছে তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় কাজ শুরু হয়েছে।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সংখ্যালঘু/পিছিয়ে পড়া জনগোষ্টীর অধিকার নিয়ে কাজ করা বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্টী,দলিত,হিজড়া এবং বিশেষ অক্ষম মানুষের জীবনমানের উন্নয়নের জন্য এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে তাদের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের কল্যানে কাজ করা।
রবিবার প্রশিক্ষনের প্রথম দিনে মানবাধিকার এর ধারনা এবং মানদন্ড, বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্টীর মানবাধিকার পরিস্থিতি,জেন্ডার সমতা,জেন্ডারভিত্তিক সহিংসতা ও প্রতিরোধে করনীয় শীর্ষক বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষকরা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply