কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ২ জন আহত কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ২ জন আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময় জুড়ীতে স্থলবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের এলাকা পরিদর্শন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা জুড়ীতে গাড়ি থামিয়ে বড়লেখার এক প্রবাসি ব্যবসায়িকে মারধর, টাকা লুট : থানায় মামলা কুলাউড়ায় আদালতের নির্দেশ অমান্য করেপাকা ঘর নির্মাণের অভিযোগ : বনবিভাগ- খাসিয়াদের মধ্যে উত্তেজনা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪: কমলগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থীর মনোনয়ন জমা কুড়িগ্রামে আপন চাচির বটির কোপে ২ বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন কুলাউড়ায় মোঃ আব্দুল মতিন স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত কুলাউড়ায় ২ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

কুলাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ২ জন আহত

  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত মৃন্ময় গোস্বামী (৭২) এর অবস্থা আশংকাজনক। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৩ দিন থেকে তিনি সংজ্ঞাহীন। প্রতিপক্ষের হামলায় তাঁর পুত্র মনিদীপ গোস্বামীও (৩৫) আহত হন।

এব্যাপারে মনিদীপ গোস্বামী বাদী হয়ে হামলাকারী কৃপাময় গোস্বামী শিপু (৪২), বিশ্বজিৎ গোস্বামী শিতল (৪৯), জয়ন্ত গোস্বামী (৩৬) সহ ৬জনের বিরুদ্ধে ২৬ মার্চ কুলাউড়া থানায় মামলা (নং ২০) দায়ের করেছেন। পুলিশ জানায় হামলাকারীদের ধরতে তারা জোর তৎপরতা চালাচ্ছে। জানা যায়, মানগাঁও গ্রামের বাসিন্দা মৃন্ময় গোস্বামীর সাথে বসতবাড়ীসহ আরও কিছু জমিজমা নিয়ে একই বাড়ীর বাসিন্দা কৃপাময় গোস্বামী, বিশ্বজিৎ গোস্বামী, জয়ন্ত গোস্বামী গংদের বিরোধ দীর্ঘদিনের। এরই জের ধরে ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় দেশীয় অস্ত্র দা, লাঠি, রড নিয়ে কৃপাময় গোস্বামীর নেতৃত্বে ৫-৬ জন মিলে মৃন্ময় গোস্বামী ও তার পুত্র মনিদীপ গোস্বামীর ওপর হামলা চালায়। এতে মৃন্ময় গোস্বামীর মাথা, হাত ও পায়ে গুরুতর জখম হয় এবং তার ছেলে মনিদীপ গোস্বামী পায়ে গুরুতর আঘাত পায়। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।#

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপু কুমার দাস গুপ্ত জানান, ২৮ মার্চ মঙ্গলবার সরেজমিন পরিদর্শনকালে হামলার সত্যতা পেয়েছি। এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, মামলা হয়েছে। পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews