এইবেলা, কুলাউড়া :: ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার ১৮ এপ্রিল সন্ধ্যায় মোগলাবাজার রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনে দুষ্কৃতিকারীর বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে পরিচালক আব্দুল লতিফ (৪৬) গুরুতর আহত হয়েছেন। তাকে আহত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা থেকে সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পরিচালক আবদুল লতিফের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায়। বর্তমানে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে ভাতিজা জাহাঙ্গীর আলম সুমন নিশ্চিত করেন।
বুধবার সকালে আবদুল লতিফ জানান, মঙ্গলবার তিনি আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রেনটি মোগলাবাজার স্টেশন অতিক্রম করার সময় তিনি জানালার পাশের আসনে বসা ছিলেন। গরমের কারণে জানালাটি খোলা ছিল। স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি ঢিল এসে তাঁর মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়। পরে সিলেটে পৌঁছার পর তাকে ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়ে তাঁরা সিলেট জিআরপি থানার পুলিশকে বিষয়টি জানান। কিছু খারাপ প্রকৃতির লোক এ ধরনের অপকর্ম করে থাকেন। এ ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply