এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার ও আলো ভুবন ট্রাস্ট এর তত্ত্বাবধানে জার্মানী থেকে আগত প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার ব্রিগেতে শুম্যান এর সহায়তায় বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং সনোলজিস্ট ও সনোগ্রাফারদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
0১ ডিসেম্বর শুক্রবার বিকেলে বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টারে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্ট কোস্ট গ্রুপের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অবঃ) নাঈম আশফাক চৌধুরী। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জার্মানী থেকে আগত প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার ব্রিগেতে শুম্যান, আলো ভুবন ট্রাস্টের সেক্রেটারী জেনারেল প্রফেসর ডাক্তার হাসিন অনুপমা আজহারী, হেড অফ সিএসআর কর্ণেল (অবঃ) লিয়াকত আলী খাঁন, ডাক্তার নাহিদা। ডা. মোস্তফা মাহমুদ ইমরান তালুকদারের উপস্থাপনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. সাজ্জাদ মাহমুদ, ডা. রাসেল আহমদ। প্রশিক্ষণে অংশ নেন সিলেটের বিভিন্ন হাসপাতালের ৯ জন চিকিৎসক।
এছাড়াও বখতুন্নেছা চৌধুরী ডায়াবেটিস সেন্টার ৫ জন সনোগ্রাফার প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রথম দিনই প্রায় ৫০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন।#
Leave a Reply