এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার রেঞ্জের অধীনে গাজিপুর চা বাগানের অভ্যন্তরে গোগালীছড়া এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে দেড় হাজার বাঁশ জব্দ করেছে বন বিভাগ। শুকবার দিবাগত রাতে গাজিপুরের ২৪ নং সেকশন এলাকা থেকে বাঁশগুলি জব্দ করা হয়। এর আগেও অনুরুপভাবে ছড়া থেকে ৫শত বাঁশ জব্দ করে বনবিভাগ।
বনবিভাগ সুত্রে জানা গেছে, কতিপয় পাচারকারী মহাল থেকে বাঁশ চুরি করে রাতের আধারে পাচারের চেষ্টা করে। বিভিন্নভাবে সোর্স নিয়োগ করে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বনবিভাগ কাজ করায় অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে বাঁশ পাচার কমেছে। তবে পাচারকারীচক্র রাস্তা পরিবর্তন করে বাঁশ পাচারের চেষ্টা করলে গত শুক্রবার ও এর কয়েকদিন আগে দু’ দফা দেড় হাজার বাঁশ আটক করা হয়। যার বাজারমূল ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
বাঁশ জব্দের অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন । এসময় ফরেষ্টের অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।#
Leave a Reply