কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘এনসি স্কুল ৯০ ব্যাচ’ অনুদান প্রদান কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘এনসি স্কুল ৯০ ব্যাচ’ অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ‘এনসি স্কুল ৯০ ব্যাচ’ অনুদান প্রদান

  • শনিবার, ২০ আগস্ট, ২০২২

এইবেলা, কুলাউড়া :: ‘এসো বন্ধু বিপন্ন মানুষের পাশে দাঁড়াই’ এ স্লোগানকে সামনে রেখে নিজেদের গ্রুপের মাঝে আহবান জানিয়ে কুলাউড়ায় এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে ‘এনসি স্কুলের ৯০ ব্যাচ’ এর বন্ধুরা।

শনিবার (২০ আগস্ট)  দুপুরে কুলাউড়া শহরের ‘মান্নান কমপ্লেক্স’ এ কর্মসূচির অনুদান বিতরণ করেন ৯০ ব্যাচের সেই সময়ের শিক্ষা গুরুদের মধ্যে সুশীল সেন গুপ্ত ও আব্দুল বাছিত চৌধুরী।

৯০ ব্যাচের শামীম ও স্বপন জানান, প্রবাসে থেকে জুবায়ের, আমজাদ ও এজাজসহ দেশ-প্রবাসে বসবাসরত তাদের বন্ধুদের কাছ থেকে দুই লক্ষ আঠান্ন হাজার পাঁচশত টাকার অনুদান সংগ্রহ করে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন এলাকার ৫৩টি পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়। তাছাড়া ৯০ ব্যাচের এক বন্ধুকে নগদ এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করা হয়।

অর্থ বিতরণকালে ৯০ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম, স্বপন, রাজা, রুহেল, নাসির, পাভেল, সুনির্মল, ফজলুল করিম রুহেল, কামাল ও সামসুল।

জানা গেছে, ‘বন্ধুত্ব-ঐক্য-সেবা’ এ তিন ব্রতে ৯০ ব্যাচ গ্রুপটি নীরবে তাদের ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছে। নিজেদের মাঝে দৃঢ় আস্থা, বিশ্বাস ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে দীর্ঘ ৫ বছর ধরে নানা রকম মানবিক কাজ করে যাওয়া গ্রুপটি আজ সকলের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ গ্রুপে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews