শোকের মাতম চলছে পরিবার ও স্বজনদের মাঝে
এইবেলা কুলাউড়া :: কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে আব্দুল মতিন মতলিব (৬৮) নামক এক প্রবাসীর মৃত্যুর ৪দিন পর শুক্রবার ০৭ অক্টোবর লাশ এসে পৌঁছেছে নিজ গ্রামে। নিহত প্রবাসী মতলিবের বাড়ী ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ৩৬ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতে চাকরির সুবাদে বসবাস করছেন আব্দুল মতিন মতলিব। গত ২ বছর আগে দেশে ছুটি কাটিয়ে গেছেন। সংযুক্ত আরব আমিরাতের ফজিরা শহরে নিজ নিজ কর্মস্থলে গত ০৩ অক্টোবর অসুস্থতাবোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসীরা উদ্যোগ নিয়ে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। শুক্রবার সকালে নিহতের লাশ দেশে এসে পৌঁছে।
নিহত প্রবাসী মতলিবের স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে রয়েছে। তার লাশ গ্রামের বাড়ি পৌঁছার পর পরিবারে শোকের মাতম শুরু হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply