এইবেলা,কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার প্রধান সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বুধবার ১২ অক্টোবর পৌরসভার ৩নং ওয়ার্ডে ড্রেন নির্মাণের জন্য স্বেচ্ছায় দেয়াল ভেঙে দেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, কুলাউড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেন নির্মাণ হচ্ছে। এরই অংশ হিসেবে পৌরসভার ৩নং ওয়ার্ডের উপজেলা চত্বর থেকে আহমদাবাদ মাদরাসা হয়ে মরা গুগালী লিংক পর্যন্ত দেড় কোটি টাকা ব্যয়ে আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত এই ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেন নির্মাণে সেখানে একটি দেয়াল প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মেয়রের প্রচেষ্টায় এলাকাবাসী স্বেচ্ছায় সেই দেয়ালটি ভেঙ্গে দিয়েছেন।
দেয়াল ভাঙার সময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম চৌধুরী ও সহকারি প্রকৌশলী মো. কামরুল হাসান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মন্জুরুল আলম চৌধুরী খোকন প্রমুখ। #
Leave a Reply