কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। নির্বাচন স্থগিত করার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করছেন ব্যবসায়ী মো. মারুত মিয়া ও মো: সাইদ আহমদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র বিক্রি ও ভোটার তালিকা প্রকাশ করেন। এই তালিকায় বাজারের অনেক প্রকৃত ব্যবসায়ীকে ভোটার করা হয়নি। অথচ বিগত নির্বাচনে তারা ভোট দিয়েছেন। এই নির্বাচনে একই সাথে বাজারে ব্যবসায়ী নয় এমন অনেককেও ভোটার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বাজারের ব্যবসায়ীদের মাঝে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানান বিতর্ক হচ্ছে। এছাড়া বাজারের নাম নয়াবাজার থেকে পরিবর্তন করে শ্রীরামপুর নয়াবাজার বলে উল্লেখ করেছেন।
এ বিষয়ে আলাপকালে অভিযোগকারী ব্যবসায়ী মো. মারুত মিয়া, মো: সাইদ আহমদ ও আখলিছ মিয়া বলেন, নয়াবাজার ব্যবসায়ী নির্বাচনে ব্যাপক অনিয়ম করছেন প্রধান নির্বাচন কমিশনার ইসলাম চৌধুরী। তিনি নিজ ইচ্ছে মতো ভোটার তালিকা প্রকাশ করেছেন। এই তালিকায় প্রকৃত অনেক ব্যবসায়ী ভোটারকে বাদ দেওয়া হয়েছে। আবার যারা ভোটার নয় তাদেরকে ভোটার করা হয়েছে। এই ভোট স্থগিত করে পুণরায় ভোটার তালিকা প্রকাশ করা হোক।
এ বিষয়ে শ্রীরামপুর নয়াবাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলাম চৌধুরী বলেন, এই সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, লিখি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##
Leave a Reply