এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির(বিআরডিবি) এর ৪৯ তম বার্ষিক সাধারণ সভা ১৯ মার্চ রবিবার ২টায় পল্লী বিআরডিবির প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যন ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহার প্ররিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্হাপনা কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইসলাম।
সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম।জেলা বহুমূখী সমিতির সভাপতি পুরশাই কৃষক সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম ছয়ফুল। পরিচালক ছওয়াব আলী, লছমন কয়রী, সমবায়ী জসীম উদ্দীন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির আওতাধীন বিভিন্ন সমিতির প্রতিনিধিবৃন্দ।
সভায় ৫ জন শ্রেষ্ট সমবায়ীকে পুরুষ্কারে ভূষিত করা হয়। তারা হলেন জগৎ পুর সমিতির আফরুজা বেগম, আকিলপুর সমিতির জুসনা বেগম। গাজীপুর সমিতির মনোয়ারা বেগম, মৈষাজুরী সমিতির শাইস্তা মিয়া।মনসুর পুর সমিতির সজল দেব, শ্রেষ্ঠ সমিতি নির্বাচিত হয় খারপাড়া মহিলা সমবায় সমিত। রাউৎগাঁও মহিলা সমবায় সমিতি। জালালাবাদ মহিলা সমবায় সমিতি।দক্ষিনভাগ কৃষক সমবায় সমিতি। দক্ষিন রনচাপ কৃষক সমবায় সমিতি।
সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।মূলধনী বাজেটের আয় ৫৩ লাখ ৬১ হাজার।মূলধনী বাজেটের ব্যয় ৫৩ লাখ ৬১ হাজার। রাজস্ব বাজেটের আয ১৭ লাখ ৬৬ হাজার।রাজস্ব বাজেটের ব্যায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।রাজস্ব বাজেটের উদ্ধত ৯০ হাজার টাকা।#
Leave a Reply