সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :: প্লাস্টিক পোড়ানোর ফলে বায়ু দূষণের পরিবেশগত এবং আইনগত প্রেক্ষাপট বিষয়ক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কাল।
রোববার (৪ঠা জুন ২০২৩) সকাল ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও বারসিক-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ), পরিবেশ উদ্যোগ ও সিপিআরডি-এর সহযোগিতায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ (সিদ্ধেশ্বরী, রমনা) এর অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. এস এম মনজুরুল হান্নান খান।
উক্ত গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত থাকবেন ক্যাপস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক শরিফ জামিল, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের প্রেসিডেন্ট শামীম আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (রসায়ন) ড. এম সফিউর রহমান, সিপিআরডি-এর প্রধান নির্বাহী মোঃ শামসুদ্দোহা, বারসিক-এর সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, বিএনসিএ-এর সদস্য আব্দুল ওহাব, পরিবেশ উদ্যোগ-এর গবেষণা সমন্বয়ক মো. নাছির আহম্মেদ পাটোয়ারী এবং জলবায়ু কর্মী সোহানুর রহমান সহ অন্যান্য পরিবেশবাদী সংস্থার সদস্যবৃন্দ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply