নিজস্ব প্রতিবেদক :: জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর ৪২ তম সাধারণ অধিবেশন কাভার করতে ফ্রান্স যাচ্ছেন প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ। আগামীকাল ১৬ নভেম্বর দুপুরে শ্রীলঙ্কায় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। সেলিম দেশের শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাবের দপ্তর সম্পাদক এবং ঢাকায় কর্মরত সিলেটি সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক।
দশদিনের সফরে যাওয়া সাংবাদিক সেলিম ইউনেস্কোর সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহ করা ছাড়াও সুইজারল্যান্ড, ইতালি, জার্মানিসহ আশপাশের দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন বলে জানিয়েছেন।
এছাড়াও ইউরোপে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২৬ নভেম্বর একই এয়ারলাইন্সের দেশে ফিরবেন তিনি।
এক যুগেরও বেশি সময় থেকে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন দৈনিক ও স্থানীয় গণমাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করা সেলিম আহমেদ জানান, শিক্ষা বিষয়ক রিপোর্টিং ছাড়াও দেশের উন্নয়নমূলক অনেক মেগা প্রকল্প ও গুরুত্বপূর্ণ খবর কাভার করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি আমার প্রথম সংবাদ কাভার করতে যাওয়া। তাই বিষয়টি আমার কাছে খুবই আনন্দের ও গর্বের। আমার ওপর আস্থা রাখার জন্য আমার সম্পাদক চিফ রিপোর্টারসহ সংশ্লিষ্ঠদের কাছে কৃতজ্ঞতা।#
Leave a Reply