সংবাদ বিজ্ঞপ্তি :
গত ১০ অক্টোবরের দৈনিক সংবাদের ১২তম পৃষ্ঠায় ‘বড়লেখায় পূজা মণ্ডপে চাউল বিতরণকালে অর্থ আদায়ের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখা।
গত ১৭ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, দৈনিক সংবাদ পত্রিকাসহ কিছু অনলাইন পোর্টালে পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক রনজিত কুমার পালকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং নেতৃবৃন্দের মানহানির উদ্দেশ্যে করা। ওই প্রতিবেদন সংক্রান্তে পূজা পরিষদের সভাপতি ও সম্পাদকের কোন বক্তব্য নেওয়া হয়নি। যোগাযোগ ছাড়াই সভাপতি-সম্পাদকের কল্পনাপ্রসূত বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কাজেই আমরা পূজা উদযাপন পরিষদ উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, সংবাদে উল্লেখিত জিআর চাল ও কথিত বরাদ্দকৃত টাকার সাথে পূজা উদযাপন পরিষদ বড়লেখা শাখার কোন সম্পৃক্ততা নেই।
প্রকৃত ঘটনা হচ্ছে, প্রতিবছর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পূজায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে যাতায়াত, সভা, পূজা সম্পর্কিত যাবতীয় প্রিন্টিং, তালিকা প্রণয়নসহ বিভিন্ন খাতে টাকা খরচ হয়। এই ব্যয়ভার বহন এবং পূজা পরিষদের জন্য একটি নিজস্ব তহবিল গঠনের লক্ষ্যে পূজা পূর্ববর্তী সভায় সর্বসম্মতিক্রমে, স্বেচ্ছায়-মুক্ত হস্তে কিছু পূজামণ্ডপ অর্থ দিয়ে অংশ গ্রহণ করে। কোন লুকোচুরি নয়, যে টাকা আদায় হয়; এটা সকলের সিদ্ধান্তেই হয়। কিন্তু একটি কুচক্রী মহল পূজা পরিষদের অভ্যন্তরে দ্ব›দ্ব সৃষ্টির লক্ষ্যে ও নেতৃবৃন্দ সম্পর্কে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির জন্যই উক্ত হয়রানিমূলক ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা অসত্য-মিথ্যা এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply