বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত ইউএইচ এন্ড এফপিও ডা. ফেরদৌস আক্তার সোমবার (১৩ জানুয়ারি) পূর্বাহ্নে কর্মস্থলে যোগদান করেছেন। নতুন কর্মস্থলে পৌঁছলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, স্টাফ নার্স ও কর্মচারিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে তিনি সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
ডা. ফেরদৌস আক্তার ২০২১ সালের ২৫ মার্চ থেকে চলিত মাসের ১২ জানুয়ারি ২০২৫ইং পর্যন্ত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচ এন্ড এফপিও হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত ইউএইচ এন্ড এফপিও’র দায়িত্ব পালন করেন।
৩৩তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়ে ডা. ফেরদৌস আক্তার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৯ সালে একই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি লাভ করেন।
উল্লেখ্য, ডা. ফেরদৌস আক্তার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের বাসিন্দা পেট্টবাংলার সাবেক জেনারেল ম্যানেজার মরহুম ইসমাইল আলী ও গৃহীনি মরহুমা আক্তারুন নেছার পঞ্চম ছেলে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply