বড়লেখা প্রতিনিধি::: বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় পান চাষি যুবক শাজাহান আহমদ (৩২) হত্যা মামলার প্রধান আসামি চিহ্নিত চোরাকারবারি আব্দুল বাছিতকে (৩৫) অবশেষে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বাজারে অভিযান চালিয়ে র্যাব-৯ তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে থানা পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। আব্দুল বাছিত বোবারথল ইসলাম নগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বোবারথল ষাটঘরি গ্রামের মৃত ইছমাইল আলীর ছেলে পান চাষি যুবক শাজাহান আহমদ গত ৮ আগষ্ট নির্মমভাবে খুন হন। পানপুঞ্জির টিলার একটি নির্জন স্থান থেকে এলাকাবাসি শাজাহানের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারেণ থানায় কোনো পুলিশ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তখন শাজাহানের লাশ দাফন করেন স্বজনরা। এই ঘটনায় নিহতের ভাই ইব্রাহিম আলীর হত্যা মামলার পরিপ্রেক্ষিতে ২৮ আগষ্ট থানা পুলিশ ধৃত আসামি আব্দুল বাছিতসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে এফআইআর দাখিল করে।
অপরদিকে নিহত শাজাহান আহমদের লাশ দাফনের সাড়ে ৩ মাস পর গত ১ ডিসেম্বর ময়না তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, শাজাহান হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি গ্রেফতার আব্দুল বাছিতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply