এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. চেরাগ আলী মারা গেছেন। সোমবার (০৩ মার্চ) রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান।
নিহতের বড় ছেলে হারুন আহমদ জানান, বিকেলে তিনি তার পৌর শহরের বাসায় বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (0৪ মার্চ) বেলা আড়াইটায় শহরের ফুটবল খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।#
Leave a Reply