এইবেলা, কুলাউড়া :::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিয্যবাহী রবিরবাজারের মধ্যখানে অবস্থিত ৩৬ শতাংশ আয়তনের একটি সরকারি পুকুর ২০ বছর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিলো। ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলায় পুকুরটি ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে। এতে ময়লা ও দুর্গন্ধে চরম বিপাকে পড়েন ব্যবসায়ীরা। বিশেষ করে বাজারে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পানির জন্য হাহাকার পড়ে যেতো। বিষয়টি নজরে আসে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিনের। তিনি পুকুরটি খননেন জন্য উদ্যোগ গ্রহন করেন এবং অর্থ বরাদ্ধ প্রদান করেন।
জানা যায়, কুলাউড়া উপজেলার প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী বাজার হলো রবিরবাজার। বাজারটিতে প্রতি বৃহস্পতিবার গরু-ছাগলের হাট বসে। এছাড়াও মাছ সবজি, ফলমূল পুরো সপ্তাহে কেনাবেচা হয়। বাজারের অভ্যন্তরে সরকারী ৩৬ শতকের বিশালাকৃতির পুকুরটি এতোদিন ছিল পরিত্যক্ত। ময়লা আবর্জনা ফেলে পুকুরটি ভরাট করে ফেলেন লোকজন।
উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী পুকুরটি সংস্কারের জন্য একটি প্রকল্প গ্রহনের নির্দেশনা প্রদান করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহি উদ্দিন। প্রকল্পের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা অর্থ বরাদ্ধ দেয়া হয়।
২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে আনুষ্টানিকভাবে মাটি খননের মধ্য দিয়ে পরিত্যক্ত পুকুরটির খনন কাজ শুরু করা হয়। পুকুর খনন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো: মহি উদ্দিন। এসময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।#
Leave a Reply