এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন ও সুধী সমাবেশ আগামী কাল ২৩ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে। উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন এলাকার কৃতি সন্তান মির্জা মো: ইমরান বেগ ও মির্জা মামুন বেগ এর মাতা পিয়ারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুন্নী মহাসম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউকাপন বেগবাড়ী সংলগ্ন মাঠে দুপুর ২টা থেকে সারারাত্রীব্যাপী এই সম্মেলন চলবে।
বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরুব্বী মির্জা মো: আবুল কালাম তোয়াব বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবন আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী। প্রধান আলোচক আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদরী। প্রধান বক্তাহযরত মাওলানা আলমগীর হোসাইন যুক্তিবাদী।
উদ্বোধক ফ্রান্স প্রবাসী মো: আব্দুল ওয়াহিদ চৌধুরী। বিশেষ মেহমান হযরত মাওলানা শেখ সিরাজুল ইসলাম আল ক্বাদেরী। প্রধান মেহমান হযরত মাওলানা মুফতী শেখজাবির আহমদ ক্বাদরী আল হোসাইনী।
আমন্ত্রিত মেহমান মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মো: ফয়জুল করিম ময়ুন।#
Leave a Reply