তারেক রহমানের আগমনে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

তারেক রহমানের আগমনে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

  • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি

Manual4 Ad Code

সিলেট প্রতিবেদক ::

Manual8 Ad Code

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি প্রথম সিলেটের মাটিতে অবতরণ করবে। তবে তিনি বিমান থেকে নামবেন না বা কোনো দরিয় নেতামর্কীদের সাথে দেখা বা কোনো সাক্ষাৎ করবেন না।

Manual6 Ad Code

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে ওসমানী বিমানবন্দরসহ পুরো সিলেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Manual1 Ad Code

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি ওইদিন সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এটি ঢাকায় রওয়ানা করবে।

লন্ডন থেকে সরাসরি সিলেট আসলেও নিরাপত্তার স্বার্থে ওসমানী বিমানবন্দর থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছে বিএনপি।

Manual1 Ad Code

তারেক রহমানের যাত্রাবিরতিতে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তাছাড়া ওইদিন বিমানবন্দর এলাকায় কোনো জনসমাগমও করা যাবে না।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, ‘বিমানবন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের আগে আমরা সবসময়ই সর্বোচ্চ সতর্ক থাকি। এবারও তার কমতি থাকবে না। পাশপাশি যে ধরণের নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তারেক রহমানকে বরণ করতে সিলেটেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেটের বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকামুখী। ঢাকায় বড় সমাগম করতে চান সিলেট বিএনপির শীর্ষ নেতারা।

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!