এইবেলা, কুলাউড়া ::
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট (রেজিঃ নং-বি-২১২০) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
পুরাতন কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় উত্তরবাজারস্থ কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে মৌলভীবাজার জেলা কমিটির মাধ্যমে অনুমোদনের লক্ষ্যে ঢাকায় পাঠানো হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি সিলেট বিভাগীয় সমন্ময়ক আনহার আহমেদ সমশাদ এর সুপারিশক্রমে ৯ ফেব্রুয়ারি সমিতির মহাসচিব মো. দেলোয়ার হোসেন ত্রিবার্ষিক কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম (ভোরের ডাক)-কে সভাপতি, সাবেক সহ সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন (সময়ের আলো)-কে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ (দি বাংলাদেশ টুডে)-কে করে মোট ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ (ভোরের কাগজ), সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম (খোলা কাগজ), শরীফ আহমেদ (সবুজ সিলেট), যুগ্ন সাধারণ সম্পাদক জসিম চৌধুরী (মানব কন্ঠ), সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক তানভীর (সমকাল), নাজমুল বারী সোহেল (ঘোষনা), একে এম জাবের (আলোকিত সময়)।
সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া (বাংলাদেশের খবর), অর্থ সম্পাদক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ (২৪টুডেনিউজ), দপ্তর সম্পাদক সুমন আহমেদ (আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ কাইয়ুম (পূর্বপঞ্চিমবিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আহমদ ইমন (ভোরের সূর্য), তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহবান রশীদ চৌধুরী অনি (অধিকার)।
নির্বাহী সদস্যরা হলেন মোক্তাদির হোসেন (দিনকাল), প্রভাষক মো. মানজুরুল হক (ইনকিলাব), কল্যাণ প্রসূন চম্পু (প্রথম আলো), সঞ্জয় দেবনাথ (জনকন্ঠ), বিশ্বজিৎ দাস (প্রতিদিনের সংবাদ), শহীদুল ইসলাম তনয় (মানব ঠিকানা), আলাউদ্দিন কবির (মানব জমিন), শাহ আলম শামীম (কাজির বাজার), মিন্টু দেশোয়ারা (দ্যা ডেইলী স্টার), সুমন আলম (সীমান্তের ডাক), জুয়েল দেব (ফটো সাংবাদিক), আব্দুল্লাহ আল মামুন (দর্পণ), সেলিম আহমেদ (জিটিভি, জেদ্দা), তুহিন আহমদ পায়েল (আন্তর্জাতিক বার্তা সংস্থা (এনা), মামুনুর রশীদ মিতুল (সাপ্তাহিক ঠিকানা)।
এছাড়াও সাধারণ সদস্যরা হলেন, হাবিবুর রহমান সুজন (কুলাউড়ার সংলাপ), আশরাফুল ইসলাম জুয়েল (স্বদেশ প্রতিদিন) ।
Leave a Reply