টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে তলানিতে ছিল বাংলাদেশ। দ্বিতীয় আসরের শুরুটাও ভালো হয়নি মুমিনুলদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে এক লাফে র্যাংকিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়ের ফলে আইসিসির হালনাগাদ পয়েন্ট টেবিলে দেখা যায় তিন ম্যাচ খেলে এক জয়ে ১২ পয়েন্ট ও ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে টাইগাররা পাঁচ নম্বরে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মানুযায়ী একটি দল প্রতি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে।
বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় শ্রীলংকা, তৃতীয় পাকিস্তান এবং চতুর্থ স্থানে আছে ভারত। ষষ্ঠ স্থানে ওয়েস্ট ইন্ডিজ, তার পর নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
৫৩ পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে পিছিয়ে থাকায় (৬৩.০৯ শতাংশ) চার নম্বরে আছে ভারত। শতভাগ সাফল্যে এক নম্বরে অস্ট্রেলিয়া (৩৬ পয়েন্ট), দুইয়ে শ্রীলংকা (২৪ পয়েন্ট)। ৭৫ শতাংশ জয় আর ৩৬ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। পাঁচ নম্বরে থাকা বাংলাদেশ ১২ পয়েন্ট পেয়েছে ৩৩.৩৩ শতাংশ ম্যাচ জিতে।