তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা পরিদর্শণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুলাউড়ায় প্রান্তিক এলাকায় নারীদের উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার- কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন বার্সেলোনায় সীফুড এক্সপো গ্লোবালে বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন উপজেলা পরিষদ নির্বাচন : কুলাউড়ায় চেয়ারম্যান পদে আ’লীগের ৩ শীর্ষনেতা বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন বড়লেখায় যুব ফোরামের অর্ন্তভূক্তিকরণ সভা রাজারহাটে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ ওসমানীনগরে বিদ্যুৎপৃষ্টে স্যানেটারী মিস্ত্রির মৃত্যু বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ

তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

  • বুধবার, ১৭ জুন, ২০২০

এইবেলা, নিজস্ব প্রতিবেদক ::

মাধ্যমিক স্কুলে পড়ূয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ শিক্ষার্থীর মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অধীন ২০১৯-২০২০ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্রগ্রাম ব্যাতিত) শীর্ষক কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃক্তি, শিক্ষা, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া, সাংস্কৃতিক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে টেকেরঘাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) বিজেন ব্যানার্জী প্রধান আলোচকের বক্তব্য রাখেন।,

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, তাদের অবিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, জেলা ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজি রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অবিভাবক এন্ড্রো সলোমার, রুপম রাকসাম, পূলক আজিম, শিক্ষার্থী তিলোক্তমা দিব্রা, পূর্ণিমা মারাক, সৌরভ দ্রিবা প্রমুখ।

সভাশেষে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী মাধ্যমিক স্কুলে যাতায়াত সুবিধার্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে নতুন বাইসাইকেল তুলে দেন।

পরববর্তীতে স্নাতকে পড়ূয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ২১ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৪ হাজার, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ২২ শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার, মাধ্যমিক স্কুলে পড়ুয়া ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে ২৫০০ টাকা, ১০০ শিক্ষার্থীর প্রত্যেককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে পড়ুয়া ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে খাতা, কলম, রং পেন্সিল, বিশুদ্ধ পানি সংরক্ষণের বোতল , রেইনকোটসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ এবং নৃ-গোষ্ঠী ৯টি গ্রামের ৯টি সংগঠনের প্রত্যেক সদস্যদের মধ্যে জার্সি, ৯টি ফুটবল, সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতিপ্রাপ্ত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজেন ব্যানার্জী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অধীনে এ উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশী সুবিধাবঞ্চিত ১০ পরিবারের জন্য ২ লাখ ২০ হাজার নির্মাণ ব্যায় সাপেক্ষে এ কর্মসূচির আওতায় খুব দ্রুত সময়ের মধ্যে নতুন বসতঘর নির্মাণ করে দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews