বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া মাদ্রাসায় ভুমি দান : সংবর্ধনা বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া মাদ্রাসায় ভুমি দান : সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া মাদ্রাসায় ভুমি দান : সংবর্ধনা

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

এইবেলা, বড়লেখা  ::

বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া (টিলাবাজার) দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় স্বতন্ত্র মহিলা বিভাগ খোলার জন্য ১৫ লাখ টাকার ১৫ শতাংশ ভুমি দান করেছেন আলহাজ শামছুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ শামছুল হক। তিনি কাতার বিএনপির সাধারণ সম্পাদক ব্যবসায়ী শরিফুল হক সাজুর বাবা। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি মাদ্রাসা কমিটির হাতে দানকৃত ভুমির দলিল হস্তান্তর করেন। এ উপলক্ষে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বড়খলা (কাঠালতলী) বশিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে ও এম সামছুল হকের পরিচালনায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ভুমি দানকারী শিক্ষানুরাগী আলহাজ শামছুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ সাব্বির আহমদ, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিন তাপাদার, মাদ্রাসা কমিটির সভাপতি ইমান উদ্দিন, সমাজসেবক ফখরুল ইসলাম শুনু, আব্দুল মুকিত লুলু, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন লতা, ছমির উদ্দিন, কাতার প্রবাসী জামাল উদ্দিন আহমদ, দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক, সাংবাদিক আব্দুর রব, কাতারস্থ আল এহসান সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, জামেয়া ইসলামিয়া আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মোহতামিম কাওছার আহমদ, মুফতি খায়রুল ইসলাম, মহিউদ্দিন আহমদ আদনান, হাফেজ খলিলুর রহমান শাহীন, নাদের আহমদ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫ - ২০২০
Theme Customized By BreakingNews