বড়লেখা থানার নতুন ওসি জাহাঙ্গীর : ইয়াছিনুলকে বিদায় সংবর্ধনা বড়লেখা থানার নতুন ওসি জাহাঙ্গীর : ইয়াছিনুলকে বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা নির্বাচন অফিসে সেবা প্রত্যাশীরা হয়রানি ও অসদাচরণের শিকার সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্মরণ সভা ও দোয়া বড়লেখায় তরুণ উদ্যোক্তাকে মাদক মামলায় ফাঁসিয়ে কারাগারে : এলাকাবাসির মানববন্ধন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপরজনের মৃত্যু কুলাউড়ায় স্পন্দন ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন জাতীয় শিক্ষা সপ্তাহ-বড়লেখায় বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান বিএনপির চেয়ারপার্সনের ৩ উপদেষ্ঠাকে জুড়ী উপজেলা বিএনপির অভিনন্দন জুড়ীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বীর মুক্তিযোদ্ধার বসতঘর বড়লেখায় কুষ্ঠ আক্রান্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

বড়লেখা থানার নতুন ওসি জাহাঙ্গীর : ইয়াছিনুলকে বিদায় সংবর্ধনা

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় বদলি হয়েছেন। শুক্রবার অপরাহ্নে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। সকালে বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

এদিকে ওসি মো. ইয়াছিনুল হকের স্থলাভিষিক্ত হলেন জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার। ওসি জাহাঙ্গীর হোসেন সরদার শুক্রবার বিকেলে তার নতুন কর্মস্থল বড়লেখা থানায় যোগদান করেছেন।

ওসি মো. ইয়াছিনুল হকের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন কুমার দেবনাথ। এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, সুলতান আহমদ খলিল প্রমুখ।

বক্তারা বলেন, মো. ইয়াছিনুল হক বড়লেখা থানায় ওসি হিসেবে প্রায় ২ বছর দায়িত্ব পালন করেন। পুলিশের গতানুগাতিক দায়িত্বের বাহিরে গিয়ে তিনি অসংখ্য অতি মানবিক দায়িত্ব পালন করেছেন। যা মানবতাবাদী একজন মানবিক ও চৌকস মানুষ হিসেবে সর্বমহলে তাকে পরিচিত করেছে। তার ভালো কাজের জন্যই মানুষ তাকে অনেক দিন স্মরণ রাখবে।

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews