সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে নব-নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা অফিসার্স ইনচার্জ মো. আব্দুস ছালেকের নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, ওসি তদন্ত সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার সাজ্জাদুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের নেতৃত্ব উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম এ রকিব, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: মামুন আহম্মেদ, সিনিয়র সদস্য মো: কাওছার ইকবাল, আতাউর রহমান কাজল, সাবেক সহসাধারণ সম্পাদক দিপস্কর ভট্টাচার্য্য, সনেট দেব চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, দৈনিক নতুন দিন প্রতিনিধি সুমন মিয়া, দৈনিক করতোয়া প্রতিনিধি নুরুজ্জামান সাগর ও দৈনিক আলোকিত সময় প্রতিনিধি সুবাস দাশ তপন, আওয়ামীলীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ,স্বাউট, গালর্স গাইডসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যেদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
পরে উপজেলা মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গাছের চারা রোপন ও হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে এক আরোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শ্রীমঙ্গল থানা অফিসার্স ইনচার্জ মো: আব্দুস ছালেক, বিএমএ সভাপতি ডাক্তার হরিপদ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তসহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া ও শিরন্নি বিতরণ করা হয়।
এইবেলা/এসএসএ/জেএইচজে
Leave a Reply