শ্রীমঙ্গলে “খেদমতে কুরআন পরিষদের” ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন শ্রীমঙ্গলে “খেদমতে কুরআন পরিষদের” ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাতারে বড়লেখার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম সংবর্ধিত বড়লেখায় অতিরিক্ত পুলিশ সুপারের প্রতিমা কারখানা ও পুজামন্ডপ পরির্দশণ বড়লেখায় ৩ ব্যবসায়ির ২৬ হাজার টাকা জরিমানা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অদিতি দাসের রৌপ্য পদক অর্জন কমলগঞ্জে সড়ক ধারের গাছ কেটে নেয়ার অভিযোগ : গাছ কাটার সরঞ্জাম আটক সাংবিধান অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে– উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি কমলগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হয়ে মাছ বিক্রেতার মৃত্যু আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক কর্মধা স্কুলে সংবর্ধনায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু- কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি কুলাউড়া ইউসিসিএ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল নির্বাচিত

শ্রীমঙ্গলে “খেদমতে কুরআন পরিষদের” ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
শ্রীমঙ্গল :: দেশব্যাপি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খেদমতে কুরআন পরিষদের মানববন্ধনে উপস্থিতির একাংশ। ছবি :: প্রতিনিধি।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: সিলেট এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জে নারীর ওপর পৈশাচিক কায়দায় নির্যাতনসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে “খেদমতে কুরআন পরিষদ” এর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের সভাপতি হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ চৌধুরী জুমনের সভাপতিত্বে ও দারুল আজহার ইনস্টিটিউট প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহইয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা খেলাফত মজলিসের  সভাপতি মাওলানা আয়েত আলী, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, আশিদ্রোন জামিউল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, শ্রীমঙ্গল ইকরা স্কুল ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আযাদ আবুল কালাম, আল আমিন মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম, খেদমতে কুরআন পরিষদ এর সহসাধারণ সম্পাদক ইসমাইল হুসেন প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদত হোসাইন খান, মাওলানা আজিজুল হক ইমরান, বাইতুল আমান জামে মনজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, হাফেজ মাওলানা আজিজুর রহমান, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহসাধারণ সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, তরুণ ব্যবসায়ী ইউনুস মিয়া, শয়েব আহমদ, খালিদ সাইফুল্লাহ, মাসুদ রানা সুলেমান খানসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ।

বক্তারা দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ধর্ষণ প্রতিরোধে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews