কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একই রাতে ৩ জন কৃষকের ৫টি ও পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ২টি গরু চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে এসব গরু চুরি হয়। ফলে ৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হন কৃষকরা।
স্থানীয়রা জানান, কমলগঞ্জ উপজেলার বাদে সোনাপুর গ্রামের গোলাপ মিয়ার ২টি, রামচন্দ্রপুর গ্রামের আসুক মিয়ার ২টি, রঘুনাথপুর গ্রামের জামসেদ হোসেনের একটি গরু চুরি হয়। এই পাঁচটি গরুর বাজার মূল্য হবে প্রায় ৪ লাখ টাকা। একই রাতে পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলের পার গ্রামের আব্দুস কুদ্দুস এর ২টি গরু চুরি হয়। গরু দু’টির বাজার মূল্য হবে প্রায় এক লাখ টাকা।
শমশেরনগর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য রেহেনা বেগম গরু চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এতে গৃহস্তরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, গরু চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে খতিয়ে দেখা হবে।
Leave a Reply