কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে নারী পুলিশসহ ২জন আহত : গাড়ি ভাঙচুর কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে নারী পুলিশসহ ২জন আহত : গাড়ি ভাঙচুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় কমলগঞ্জে চা শ্রমিক নারীর লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়নাতদন্তে  স্পেনের বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশনের ইফতার সম্পন্ন বড়লেখা সমাজসেবা অফিসের ‘সমাজকর্মী’ সুব্রত বিশ্বাসের পরলোকগমন : শোক প্রকাশ কুলাউড়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন জুড়ী ট্র্যাজেডি : সোনিয়ার মৃত্যুতে বেঁচে রইলো না আর কেউ কুলাউড়ায় এনার ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি চালিত অটোরিক্সা আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বড়লেখায় স্বাধীনতা দিবসে ২শ’ দুস্থ পরিবারে ইফতার ও খাদ্যসামগ্রী দিল বিজিবি

কমলগঞ্জে সরকারি জমি উদ্ধার অভিযানে নারী পুলিশসহ ২জন আহত : গাড়ি ভাঙচুর

  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজার কমলগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার অভিযানে দখলকারীদের হামলায় নারী পুলিশ সদস্যসহ ২ জন আহত হয়েছেন। ইট পাটকেলের ঢিলে উপজেলা ভূমি সহকারী কমিশনারের গাড়ি ভাঙচুর হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে উদ্বোধনের জন্য রাখা ভিত্তি প্রস্তরের ফলক। এ ঘটনায় সরকারি কাজে বাঁধার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি (নতুনবাজার) এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই নারী পুলিশ সদস্যের নাম সেলিনা হোসেন। তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আশ্রায়ণ-২ প্রকল্পের গৃহ নির্মাণ করার লক্ষ্যে সোমবার দুপুরে রাজকান্দি এলাকায় উপজেলা প্রশাসন থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেমাবার সকালে উপজেলা প্রশাসনে খবর আসে প্রকল্পের সাইনবোর্ড ভাঙচুর করে এলাকার সুন্দর আলী ও সিতারা বেগম নামের দুজন। তারা ওই জমি দখলে নেন। এ খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী এলাকায় পৌঁছে তাদের তোলা ঘর উচ্ছেদ করেন। এ সময় সিতারা বেগম আহত এবং তার মৃত্যুর গুজব ছড়ালে স্থানীয় কতিপয় লোক উত্তেজিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি গাড়িতে ইট পাটকেল দিয়ে ঢিল ছুড়ে গাড়ির গ্লাস ভাংচুর করে।

এতে সেলিনা হোসেন নামে কমলগঞ্জ থানার এক নারী পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশের উপস্থিতিতে আশ্রায়ণ প্রকল্পের জমি উদ্ধার করে সীমানা নির্ধারণ করা হয় এবং সোমবার দুপুরে রাজকান্দি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রায়ন-২” প্রকল্পের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: উপাধ্যক্ষ আব্দুস শহীদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয়দের উপস্থিতিতে একই জায়গায় গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, সরকারি কাজে বাঁধা, নারী পুলিশ সদস্য আহত, এসি ল্যান্ডের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews